ওবামার বিরুদ্ধে মামলা করেছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান

ওবামার বিরুদ্ধে মামলা করেছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে আলোচিত একটি বায়ুকল প্রকল্পে চীনা কোম্পানিকে নিষিদ্ধ করায় যুক্তরাষ্ট্রের আদালতে ওবামার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠানটি।

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে সম্প্রতি অরিগন রাজ্যে অবস্থিত ওই বায়ুকল প্রকল্পে চীনা প্রতিষ্ঠানটির অংশগ্রহণ ও বিনিয়োগ নিষিদ্ধ করে হোয়াইট হাউজ।

সংবাদমাধ্যম জানায়  ৠালস করপোরেশন নামের ওই ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানটি এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের অরিগনে চারটি বায়ুকল প্রকল্প বাস্তবায়নের কাজ পায়। তবে ওই প্রকল্পগুলোর পাশেই মার্কিন নৌবাহিনীর একটি স্পর্শকাতর ঘাঁটি অবস্থিত।

ঘাঁটিটি মূলত মনুষ্যবিহীন ড্রোন বিমান এবং ইলেক্ট্রনিক্স যুদ্ধের বিভিন্ন কলাকৌশলের পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহৃত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে প্রকল্পটিতে চীনা কোম্পানির অংশগ্রহণ বাতিলের নির্দেশনায় গত সপ্তাহে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফলে প্রস্তাবিত প্রকল্পে আর বিনিয়োগ বা অংশগ্রহণ করতে পারবে না প্রতিষ্ঠানটি।

তবে হোয়াইট হাউজের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র সরকার তার কতৃত্বের বাইরে গিয়ে এ পদক্ষেপ নিয়েছে বলে সোমবার দায়ের করা মামলার আর্জিতে জানানো হয়। মঙ্গলবার মামলার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২২ বছরে যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো বিদেশী বিনিয়োগ আটকে দেওয়া হলো।

নিজেদের সিদ্ধান্তের স্বপক্ষে হোয়াইট হাউজ জানায়, ‘র‌্যালস করপোরেশন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এর স্বপক্ষে যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট প্রমাণ আছে।’ তবে অভিযোগ উড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানটি দাবি করেছে এর সমর্থনে কোনো প্রমাণ দেখাতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ।

চীনের সবচেয়ে বড় প্রকৌশল যন্ত্রপাতি উৎপাদন প্রতিষ্ঠান সানি গ্রুপের দুই নির্বাহী আলোচিত প্রতিষ্ঠানটির কর্ণধার বলে জানা গেছে।

গত সপ্তাহে ওবামার নির্দেশের পর দেওয়া প্রতিক্রিয়ায় সানি গ্রুপ চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানায়, চুক্তিটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি ছিলো না। এ ব্যাপারে প্রতিষ্ঠানের আইনী কর্মর্কতা দাবি করেন, ‘ওবামার পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বায়ুকল শিল্পকে রক্ষা করার চেষ্টা মাত্র।’

উল্লেখ্য, দ্বিপক্ষীয় বাণিজ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের অনুকূল অবস্থা পুনরায় নির্বাচিত হওয়ার পথে বারাক ওবামার জন্য একটি অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকেই।

গত মাসেও বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্র অভিযোগ করে দাবি করে নিজেদের গাড়ি শিল্পকে অবৈধভাবে ভর্তুকি দিচ্ছে চীন। যদিও তা সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেছে চীন।

আন্তর্জাতিক