টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এই বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলছে। তাদের প্রতিপক্ষ পাকিস্তানেরও সময় ভালো যাচ্ছে। হাইভোল্টেজ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদি শ্রীলঙ্কান অধিনায়ক।
প্রশ্ন: পাকিস্তানের স্পিনারদের মোকাবেলা করা কতটা চ্যালেঞ্জিং?
মাহেলা: আমরা একে অন্যের সঙ্গে নিয়মিত ক্রিকেট খেলি। খেলায় খুব প্রতিদ্বন্দ্বিতা হয়। আমাদের ভালো কিছু স্পিনার আছে এবং স্পিনে আমরা ভালো খেলি। মানসম্পন্ন একটি দলের বিপক্ষে খেলবো। আমার বিশ্বাস দারুণ একটা সেমিফাইনাল হবে। পাকিস্তানের প্রতিক্রিয়া দেখে কৌশলে পরিবর্তন করতে হতে পারে।
প্রশ্ন: সোহেল তানভিরকে নিয়ে আপনাদের কি পরিকল্পনা?
মাহেলা: আগে দেখতে হবে সে একাদশে থাকে কি না। থাকলে কেমন বল করে তারওপর নির্ভর করবে। পূর্বানুমান থেকে বলা ঠিক হবে না এই এই বোলারকে এভাবে মোকাবেলা করবো। পাকিস্তান কাল যে দলই নামাক তাদের মোকাবেলা করতে আমরা প্রস্তুত। আমি ছেলেদের বলেছি ক্রিজে যাও এবং খেলাটাকে উপভোগ কর। আমাদের সামর্থ্যরে ওপর আস্থা আছে।
প্রশ্ন: সাঈদ আজমল এবং অজন্তা মেন্ডিসের স্পিনের গোপন রহস্য কি?
মাহেলা: সাঈদ আজমল এবং আজন্তা মেন্ডিস পাঁচ ছয় বছর ধরে খেলছে এবং আমি নিশ্চিত না তাদের কোন রহস্য অপ্রকাশিত আছে। প্রত্যেকে তাদের বল অনেকবার খেলেছে। তারা মানসম্পন্ন স্পিনার। তাদের রহস্যময় স্পিনার বলা কঠিন। মানুষজন তাদের স্পিনের ভিডিও দেখেছে এবং জানে তারা ভালো স্পিনার। বড় ম্যাচ প্রত্যেকের জন্য, তাদের দু’জনের জন্যই নয়।
প্রশ্ন: প্রেমাদাসা স্টেডিয়ামে এখনও কোন টি-টোয়েন্টি জেতেননি, সেটা কি নেতিবাচক প্রভাব ফেলতে পারে?
মাহেলা: আমরা অন্য প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। ওই সময় কয়েকটি ম্যাচে আমাদের তরুণরা খেলেছে। কুমার এবং আমি কিছু ম্যাচ খেলিনি। অতএব সেটার পুনরাবৃত্তি হতে পারে বলা যাবে না। টুর্নামেন্টে আমরা একটি দল হিসেবে আছি এবং ভালো ক্রিকেট খেলছি। আমাদের অনেক পেছনে দেখার প্রয়োজন নেই। এপর্যন্ত আমরা ইতিবাচক খেলেছি এবং সেমিফাইনালেও একই ভাবে খেলবো।
প্রশ্ন: এই বিশ্বকাপে প্রেমাদাসায় প্রথম খেলছেন, উইকেট সম্পর্কে কোন ধারণা পেয়েছেন?
মাহেলা: উইকেট টেলিভিশনে দেখেছি। কাল কি ধরণের উইকেটে খেলবো তা আমাদের দেখতে হবে। প্রথম রাউন্ডের খেলা হয়েছে এমন উইকেটে খেলবো। উইকেট দেখে আমাদের কিছু পরিবর্তন করতে হতে পারে।
প্রশ্ন: প্রতিপক্ষ হিসেবে ভারতের পরিবর্তে পাকিস্তানকে পেয়ে আপনারা খুশি?
মাহেলা: ওভাবে দেখা ঠিক হবে না। যে পরিমাণ ক্রিকেট এই কয়দিনে আমরা খেলেছি তাতে আমূল পরিবর্তন এসেছে। ভারতের বিপক্ষে সিরিজ খেলার সময় আমরা ক্লান্ত ছিলাম। অনেকগুলো কঠিন সিরিজের পর তাদের মুখোমুখি হয়েছি। তারা ফ্রেশ থেকে খেলেছে এবং ভালো করেছে। তাদের কৃতিত্ব দিতে হবে। প্রত্যেকে বিশ্বকাপে আসে শিরোপ জেতার জন্য। চ্যাম্পিয়নশিপ জিততে হলে সব ভালো দলকে হারাতে হবে।
প্রশ্ন: ২০০৯’র বিশ্বকাপে শহীদ আফ্রিদির একটা ভালো ইনিংস খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছিলো, তার জন্য কোন পরিকল্পনা?
মাহেলা: আফ্রিদি বড় ম্যাচের খেলোয়াড়। ভালো একজন অলরাউন্ডার। ব্যাটিং বোলিং দুটোতেই ভালো। কেবল শহীদ নন তারা খুব ভয়ানক একটি দল। অনেক মানসম্পন্ন ক্রিকেটার আছে তাদের দলে। আমাদেরও কয়েকজন ম্যাচ উইনার এবং মানসম্পন্ন খেলোয়াড় আছে।