১৮ দলের বরিশাল জনসভা স্থগিত

বরিশালে ১৮ দলের আসন্ন জনসভা স্থগিত করা হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর ওই জনসভা হওয়ার কথা ছিল। আর ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা ছিলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।

কিন্তু মঙ্গলবার রাতে বিএনপির হাইকমান্ড জানায়, বরিশালের ওই জনসভা আপাতত হচ্ছে না। পরবর্তীতে এর সময় জানানো হবে।

বিষয়টি জানতে যোগাযোগ করা হলে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার এমপি বাংলানিউজকে বলেন, “কেন্দ্র থেকে ৯ অক্টোবরের জনসভা স্থগিতের কথা জানানো হয়েছে।”

কি কারণে এ জনসভা বাতিল হলো জানতে চাইলে তিনি বলেন, “বিশেষ কারণে বাতিল হয়েছে। পরবর্তীতে সময় জানানো হবে।”

প্রসঙ্গত, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে খালেদা জিয়াকে প্রধান অতিথি করে সারাদেশে চারটি জনসভা করার ঘোষণা দিয়েছিলো ১৮ দল। এর মধ্যে পরিবর্তিত সময়ে গত ২৩ সেপ্টেম্বর দিনাজপুরের জনসভাটি হয়। তবে ওইদিনই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ ইস্কান্দারের মৃত্যু হওয়ায় রাজবাড়ীতে ২৯ সেপ্টেম্বরের জনসভা বাতিল করে বিএনপি।

সর্বশেষ মঙ্গলবার রাতে বরিশাল জনসভা স্থগিত করার করা হলো।

এছাড়া হবিগঞ্জেও জনসভা করার কথা রয়েছে ১৮ দলের।

রাজনীতি