রাজধানীর মৌচাকের আনারকলি সুপার মার্কেটে সোমবার রাতে আগুনে পুড়ে গেছে বাঁধন বেডিং ও বিক্রমপুর বেডিং নামে দুই দোকান। এছাড়া মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজালাল বেডিং, রানা বেডিং ও গোল্ট স্টার ফেব্রিকসসহ আর ক’টি দোকান।
মার্কেটের দোকান মালিক সমিতির যুগ্ম-আহবায়ক মফিজুল হক বলেন, “তিনটা দোকান মারাত্মক ক্ষতি হয়েছে। প্রতিটি দোকানেই ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সোয়া দশটায় রমনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোস্তফা মহসিন বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করেন তিনি।
এর আগে রাত সাড়ে ন’টার দিকে হঠাৎ করেই এ মার্কেটের নিচতলায় আগুন লাগে। এ সময় মার্কেট বন্ধ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে।
খবর পেয়ে রমনা থানার ওসি শাহ আলমসহ পুলিশ ও ৠাব কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
যেসব দোকান থেকে ধোঁয়া আসছিলো সেগুলোর তালা ভেঙ্গে পানি ঢালতে থাকেন দমকল কর্মীরা। এ সময় ধোঁয়ার কারণে ভেতরে অসুস্থ হয়ে পড়া বিভিন্ন দোকানের বেশ ক’জন কর্মচারীকে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা যায়।
আব্দুল জলিল নামে ওই মার্কেটের এক ব্যবসায়ী জানান, নিচতলায় বাঁধন ট্রেডিং নামে এক দোকানেই প্রথম আগুন লাগে।
ফায়ার সার্ভিসের অপারেটর নজরুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে আমাদের কাছে খবর আসে। গুলিস্তান থেকে ফায়ার সার্ভিস সদরের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়।” উল্লেখ্য, এর আগে গত ৪ জুলাই আনারকলি মার্কেটে আগুন লাগলে কয়েকটি দোকান পুড়ে যায়।