টি- টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে পাকিস্তান। নাসির জামশেদের অর্ধশতক ও সাঈদ আজমলের দুর্দান্ত বোলিংয়ে তারা ১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে।
পাকিস্তান: ১৭৭/৬ (ওভার ২০)
নিউজিল্যান্ড: ১৬৪/৯ (ওভার ২০)
ফল: পাকিস্তান ১৩ রানে জয়ী
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা এনে দেন মোহাম্মদ হাফিজ ও ইমরান নাজির। জুটি ভাঙে ৪৭ রানে। ব্যক্তিগত ২৫ রানে বোলার টিম সাউদির হাতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাজির।
দ্বিতীয় উইকেট জুটিতে হাফিজের সঙ্গে যোগ দেন নাসির জামশেদ। এই জুটিতে আসে ৭৪ রান। জেমস ফ্রাঙ্কলিনের বলে সরাসরি বোল্ড হন হাফিজ (৪৩)। দুটি চার ও সমান সংখ্যক ছয়ের মার ছিলো পাক অধিনায়কের ইনিংসে।
সুবিধা করতে পারেননি প্রস্তুতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করা কামরান আকমল। নিজের নামের পাশে ৩ রান যোগ হতেই তাকে সাজঘরের পথ দেখিয়ে দেন জ্যাকব ওরাম। ওরামের বল উড়িয়ে মারতে গিয়ে কাভার বাউন্ডারিতে কাইল মিলসের হাতে তালবন্দী হন তিনি।
অল্প সময় পরই ড্যানিয়েল ভেট্টরির বলে আউট হন দুর্দান্ত খেলা নাসির জামশেদ। ৩৫ বল খেলে ৫৬ রান করেন তিনি। তার বিদায়ের পরই রান তুলার গতি কমে যায় পাকিস্তানের। যদিও উমর আকমলের ২৩ ও শহীদ আফ্রিদির ১২ রানের কল্যাণে ৬ উইকেটে ১৭৭ রান করতে পারে পাকিস্তান।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও গন্তব্যে পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ড। দলের ৫৪ রানের মধ্যে দুই উইকেট হারায় কিউইরা। শহীদ আফ্রিদির বলে আউট হন রব নিকল (৩৩)। আর রানআউট হয়ে সাজঘরে ফেরেন কেন উইলিয়ামসন (১৫)। ব্যক্তিগত ১৮ রানে পরে তাদের সঙ্গী হন সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টারি।
শেষপর্যন্ত ব্রেন্ডন ম্যাককালামের ৩২, রস টেলরের ২৬ ও জেমস ফ্রাঙ্কলিনের ১৩ রানের সুবাদে নয় উইকেট হারিয়ে ১৬৪ রান করতে সমর্থ হয় কিউই দল। চারটি উইকেটে নেন সাঈদ আজমল। এছাড়া একটি করে উইকেট নেন উমর গুল, শহীদ আফ্রিদি ও সোহেল তানভির।
পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), ইমরান নাজির, নাসির জামশেদ, কামরান আকমল, শোয়েব মালিক, উমর আকমল, শহীদ আফ্রিদি, ইয়াসির আরাফাত, সোহেল তানভির, উমর গুল ও সাঈদ আজমল।
নিউজিল্যান্ড দল: রস টেলর (অধিনায়ক), রব নিকল, জেমস ফ্রাঙ্কলিন, ব্রেন্ডন ম্যাককালাম, ড্যানিয়েল ভেট্টরি, জ্যাকব ওরাম, কেন উইলিয়ামসন, নাথান ম্যাককালাম, টিম সাউদি, কাইল মিলস ও অ্যাডাম মিলন।