দ. আফ্রিকার কাছে হারলো শ্রীলঙ্কা

দ. আফ্রিকার কাছে হারলো শ্রীলঙ্কা

বৃষ্টিবিঘ্নিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে শ্রীলঙ্কা। কার্টেল ওভারে স্বাগতিকদের ৩২ রানে হারিয়েছে প্রোটিয়াসরা। হারলেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটের খেলা নিশ্চিত করেছে মাহেলা জয়াবর্ধনের দল।

দক্ষিণ আফ্রিকা: ৭৮/৪ (ওভার ৭)
শ্রীলঙ্কা: ৪৬/৫ (ওভার ৭)
ফল: দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়ী

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে পোনে তিন ঘণ্টা বৃষ্টি হয়েছে হাম্বানটোটাতে। প্রকৃতি বাধায় ম্যাচ মাঠে গড়ায় নির্ধারিত সময়ের অনেক পরে। তাই দুই দলের অধিনায়ক মিলে কার্টেল ওভারে খেলা শুরুর বিষয়ে আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নেন। ২০ ওভারের পরিবর্তে ম্যাচ হয় ৭ ওভারে। এই নিয়ম অনুযায়ী একজন বোলার দুই ওভার করে বোলিং করতে পারবেন।

মাহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে কার্টেল ওভারের ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তুলোধুনো করেছে প্রোটিয়াস ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে এবি ডি ভিলিয়ার্সের ৩০, হাশিম আমলার ১৬ ও ডু প্লেসিসের ১৩ রানের কল্যাণে চার উইকেট হারিয়ে ৭৮ রান করতে পারে দক্ষিণ আফ্রিকা। একটি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ ও থিসারা পেরেরা।

জবাবে খেলতে নেমে পাঁচ উইকেট হারিয়েও লক্ষ্য টপকাতে পারেনি শ্রীলঙ্কা। নির্ধারিত ওভারে ৪৬ রান তুলতে সমর্থ হয় তারা। সমান ১৩ রান করে করেন কুমার সাঙ্গাকারা ও দিলশান মুনাবীরা। দুটি উইকেট শিকার করেন ডেল স্টেইন।

খেলাধূলা