বেগুনবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেগুনবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর তেজগাঁও থানার বেগুনবাড়ি বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর।

শুক্রবার দুপুরের পর ঘটনাস্থল পরির্দশনে এসে এ ভয়াবহ এ অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সন্ধ্যার পর ফায়ার সার্ভিস থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুপুরের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শনকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। অগ্নিকাণ্ডের কারণ শোনার পর তিনি এটি যাচাই-বাছাইয়ের জন্য একটি তদন্ত টিম গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া সেখানকার লোকজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।

এদিকে মন্ত্রীর এই নির্দেশের পর সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিস থেকে নিজস্ব তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে। ফায়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো: শহিদুল্লাহ বিষয়টি তদন্ত করার জন্য তিন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। তারা হলেন সহকারী পরিচালক মনির হোসেন, উপ পরিচালক জহুরুল ইসলাম এবং তেজগাঁও ফায়ার স্টেশনের অফিসার আবু হাশেম।

আবু হাশেম বলেন, তদন্ত কমিটি গঠনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত আদেশ আসেনি। তবে শনিবার এ ব্যাপারে লিখিত আদেশ হতে পারে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে আরও একটি যৌথ তদন্ত টিম হবে।

এদিকে পদ্মা গার্মেন্টস কর্তৃপক্ষ রোববার ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি ১ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও থানার বেগুনবাড়ি বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬শ’ ঘরবাড়ি ভস্মিভূত হয়। গৃহহারা হয়ে পড়েন প্রায় দেড় হাজার মানুষ।

বাংলাদেশ