টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞতা সুখের হলো না আফগানিস্তানের। ইংল্যান্ডের কাছে অহায় আত্মসমর্পণ করেছে তারা। লুক রাইটের হার না মানা অর্ধশতকে তাদের ১১৬ রানে হারিয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।
ইংল্যান্ড: ১৯৬/৫ (ওভার ২০)
আফগানিস্তান: ৮০ (১৭.২ ওভার)
ফল: ইংল্যান্ড ১১৬ রানে জয়ী
প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ইংনিসের প্রথম ওভারেই উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগে শাপুর জাদরানের বলে সাজঘরে ফেরেন কিসওয়েটার।
শুরুতে ইংলিশ শিবিরে আঘাত হানতে পারলেও পরে সুবিধা করতে পারেনি আফগানিস্তানের বোলাররা। লুক রাইটের অপরাজিত ৯৯, অ্যালেক্স হালেসের ৩১ ও ইয়ন মর্গানের ২৭ রানের কল্যাণে পাঁচ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বেশি দূর যেতে পারেনি আফগানিস্তান। দলের ২২ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। শেষপর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি যুদ্ধ বিধ্বস্ত দেশটি। ইংলিশদের বোলিং তোপে গুটিয়ে গেছে ৮০ রানে। গুলবদিন নাইব (৪৪) ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি কোনো আফগান ব্যাটসম্যান। দুটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড, জাডে ডার্নব্যাচ, গ্রায়েম সোয়ান ও সমিত প্যাটেল।