ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন নিউজ এজেন্সিতে আজ শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের চিফ অফ ডিফেন্স স্টাফ বলেছেন, রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধে ‘কৌশলগতভাবে হেরেছে’ এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই যুদ্ধ ন্যাটোকে শক্তিশালী করেছে।
দেশটির সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা টনি রাদানিক বলেছেন, ‘এটি রাশিয়ার একটি মারাত্বক ভুল। রাশিয়া কখনোই ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে পারবে না’ এবং রাশিয়া আরও ‘ক্ষতিগ্রস্ত শক্তি’ হিসেবে আবির্ভুত হবে।
ব্রিটেনের অভ্যন্তরীণ ‘প্রেস অ্যাসোসিয়েশন নিউজ এজেন্সি’কে তিনি বলেন, ‘রাশিয়া ইতোমধ্যে কৌশলগতভাবে হেরেছে। ন্যাটো আরো শক্তিশালী হয়েছে এবং ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিতে চাইছে।’
রাদানিক বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আগামী সপ্তাহগুলোতে ‘কৌশলগত সাফল্য’ অর্জন করতে পারেন, তবে ‘সামান্য’ লাভের জন্য তার দেশের সেনাবাহিনীর এক চতুর্থাংশ শক্তি ক্ষয় করেছেন। দেশটির সৈন্য ও উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের অভাব রয়েছে।
তিনি বলেন, পুতিন একটি ক্ষুদ্র অঞ্চলের দখলের জন্য প্রায় সেনাবাহিনীর ক্ষমতার ২৫ শতাংশ ব্যবহার করেছেন এবং এতে ৫০ হাজার সৈন্য মারা গেছে অথবা আহত হয়েছে।
রাদানিক ‘সাহসী’ ইউক্রেনীয় জনগণের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং অঙ্গীকার করেছেন যে, যুক্তরাজ্য আরো অস্ত্র দিয়ে ‘দীর্ঘ সময়ের জন্য’ কিয়েভকে সমর্থন দিবে।
তিনি বলেন, ‘আমরা অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছি এবং তা অব্যাহত থাকবে।’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির কিয়েভ সফরকালে ক্রেমলিন বৃহস্পতিবার ইউক্রেনে নতুন করে পশ্চিমা অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সতর্ক করেছে।