রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৭০/৬ (২০.০ ওভারে)
গুজরাট টাইটান্স : ১৭৪/৪ (১৯.৩ ওভারে)
ফল : গুজরাট টাইটান্স ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রাহুল তিওয়াতিয়া (গুজরাট)।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার রান পূর্ণ করেছেন। আইপিএলে রান সংগ্রহে সবার উপর কোহলি (২১৭ ম্যাচে ৬৪৬৯ রান)। আইপিএলের এক সংস্করণেও সর্বাধিক রান তার। ২০১৬ সালে আইপিএলে ৪ সেঞ্চুরি, ৭ ফিফটিতে করেছেন কোহলি ৯৭৩ রান।
৮৬.০৩ গড় এবং ১৫২.০৩ স্ট্রাইক রেটে সেই আসরে তার রান সংগ্রহও ঈর্ষণীয়। আইপিএলে ২০০৮ সাল থেকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নিয়মিত কোহলি ১১ বছর পর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেনসি ছেড়ে দেয়ার পর ব্যাটিংয়ে পড়েছে বিরূপ প্রভাব। চলমান আইপিএলে প্রথম ৯ ইনিংসে তার রানের সমষ্টি ছিল, ১২৮। ছিল না কোনো ফিফটি। দুটি গোল্ডেন ডাক পর পর দুই ইনিংসে।
সর্বশেষ ৩ ইনিংসের চিত্র ০,০ ও ৮ ! লখনৌ সুপার জায়ান্টস-এর বিপক্ষে চামিরার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে দিয়েছেন ক্যাচ (০) প্রথম বল মোকাবিলায়। সানরাইজার্স হায়দারাবাদের মার্কো জনসেনের বলে সেকেন্ড স্লিপে দিয়েছেন ক্যাচ (০)। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে রাজস্থান রয়েলসের পেসার প্রসিধ কৃষাণের শর্ট বলে পুল করতে যেয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন (৮)।
১০ম ম্যাচে এসে ফিরেছেন রানে। সামীকে কাভারে খেলতে যেয়ে বোল্ড হওয়ার আগে করেছেন ৫৮। তবে কোহলির ছন্দে ফেরা ইনিংসে ৫৩ বলে ৬ চার, ১ ছক্কার ইনিংসে স্ট্রাইক রেট ১০৯.৪৩। এটাই বেঙ্গালুরুর প্রত্যাশিত স্কোরে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। প্রদীপ সংগোয়ান (২/১৯) এবং রশিদ খানের (১/২৯) বোলিংয়ে ১৭০/৬-এ থেমেছে বেঙ্গালুরু। মুম্বাইয়ের ব্রাবোনে কোহলির রানে ফেরা ম্যাচে ৩ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে গুজরাট টাইটান্স পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে (৯ ম্যাচে ১৬ পয়েন্ট)।
কোহলির রানে ফেরা ম্যাচে বেঙ্গালুরুর রজত পাতিদার করেছেন ফিফটি (৩২ বলে ৫২)। তবে ১৭১ রানের চ্যালেঞ্জ পাড়ি দিয়েছে গুজরাট রাহুল তিওয়াতিয়া- ডেভিড মিলারের ২৮ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে। তিওয়াতিয়া ২৫ বলে ৫ চার, ২ ছক্কায় ৪৩ এবং ডেভিড মিলার ২৪ বলে ৩৯ রান করেছেন। শেষ ১৮ বলে ৩৬ রানের টার্গেট কঠিন হতে দেননি তিওয়াতিয়া-মিলার। ১৮তম ওভারে হ্যাজেলউডকে ২ চার, ১ ছক্কায় ১৭ রান নিয়ে ম্যাচ জয়ের পথ সুগম করেছেন এই জুটি। ম্লান হয়েছে বেঙ্গালুরুর শাহবাজ (২/২৬), হাসারাঙ্গার (২/২৮)।