দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব শুরু

দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব শুরু

জানুয়ারির প্রথম দিন সারাদেশের প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ে পালিত হবে ‘পাঠ্যপুস্তক উৎসব’ শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা খালি হাতে স্কুলে আসছে, আর বাড়ি ফিরছে বিনামূল্যে নতুন বছরের পাঠ্যবই নিয়ে মহানন্দে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সকাল ১০টায় বেইলি রোডস্থ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের মধ্যে পাঠ্যবই বিতরণের মাধ্যমে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামালউদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বছরের প্রথম দিনে একইভাবে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে।

বর্তমান সরকার ২০১০ সালের পয়লা জানুয়ারি থেকে শুরু করেছে এ উদ্যোগ। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই ছাত্রছাত্রীরা বছরের প্রথম দিন পাঠ্যবই হাতে পায়নি। বরং তা পেতে মার্চ/ এপ্রিল পার হয়ে যেতো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ ডিসেম্বর সকালে গণভবনে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষার্থীর হাতে ২০১২ সালের নতুন পাঠ্যবই তুলে দিয়ে ইতোমধ্যে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

এ বছর প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ের তিন কোটি ১২ লাখ ১৩ হাজার ৭৫৯ জন ছাত্রছাত্রীর মধ্যে মোট ২২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ কপি বই বিনামূল্যে বিতরণ করা হবে।

বাংলাদেশ শীর্ষ খবর