লাদাখে ১৫ হাজার সেনা মোতায়েন ভারতের

লাদাখে ১৫ হাজার সেনা মোতায়েন ভারতের

পূর্ব লাদাখ সীমান্তে ১৫ হাজার সেনা মোতায়েন করেছে ভারত। গত কয়েক মাসে জম্মু-কাশ্মীর থেকে নর্দান কমান্ডের অধীনে থাকা সন্ত্রাসদমন শাখার প্রায় ১৫ হাজার সেনাকে সেখানে মোতায়েন করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

চীনের ওপর চাপ সৃষ্টি করতে এই সেনা মোতায়েত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নতুন মোতায়েন করা সেনা সদস্যরা প্রতিকূল পরিবেশে পার্বত্য এলাকায় কিংবা মরু এলাকায় যুদ্ধ পরিচালনায় দক্ষ বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।

লাখাদ সীমান্তে অস্থিরতার জন্য দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। গত বছরের জুনের সেখানের চীনের হামলায় কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়েছিল।

গত বছর লাখাদ সীমান্তে চীনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল। লাদাখ সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতেই নতুন ১৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক শীর্ষ খবর