দৌলতদিয়ায় ঘরমুখী মানুষের ভিড়

দৌলতদিয়ায় ঘরমুখী মানুষের ভিড়

চলমান কঠোর বিধিনিষেধে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকাফেরত ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে।

আজ রোববার (১১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত দৌলতদিয়ার প্রতিটি ফেরিঘাটে চোখে পড়ার মতো ঘরমুখী মানুষের ভিড় ছিল।

এর আগে গত ৯ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে ফেরিতে শুধু পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি সরকারি যানবাহন পারাপার করা যাবে।

জানা গেছে, কঠোর বিধিনিষেধের নির্দেশনা উপেক্ষা করে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে প্রতিটি ফেরিতে ব্যক্তিগত যানবাহনের সঙ্গে যাত্রী পারাপার হতে দেখা গেছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীরা যাতায়াত করছেন।

ঢাকাফেরত যাত্রী কামালের সঙ্গে কথা বলার সময় বলেন, অফিস বন্ধ তাই বাড়িতে চলে যাচ্ছি। ঈদের আগে সবকিছু স্বাভাবিক হবে বলে মনে করি না। আমরা গরীব মানুষ শহরে বসে থেকে তো আর জীবন চলবে না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, বিধিনিষেধে যানবাহন কম থাকার কারণে ১৬টি ফেরি পর্যায়ক্রমে চালানো হচ্ছে। তবে সার্বক্ষণিক ৭টি ফেরি চলছে। আসছে ঈদের জন্য ফেরিঘাট প্রস্তুত রয়েছে।

জেলা সংবাদ শীর্ষ খবর