একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মুস্তাফা মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মুস্তাফা মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ আলোকচিত্রী গোলাম মুস্তাফা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে তিনি মারা যান।

শুক্রবার দুপুরে বিশিষ্ট আলোকচিত্রী রফিকুর রহমান রেকু এ তথ্য নিশ্চিত করেছেন।

মরহুমের নামাজে জানাজা রাজধানীর ইস্কাটন গার্ডেন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

জানা গেছে, গোলাম মুস্তাফা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দেশবরেণ্য এই আলোকচিত্রীর প্রয়াণে তার পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি বাংলাদেশ টেলিভিশনে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন। এছাড়া আলোকচিত্রীদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী পুরুষ ছিলেন তিনি।

বিনোদন শীর্ষ খবর