আগামী সপ্তাহে বিদেশগামীদের টিকাদান প্রক্রিয়া শুরু

আগামী সপ্তাহে বিদেশগামীদের টিকাদান প্রক্রিয়া শুরু

প্রবাসীকল্যাণ ও‌ বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, আগামী সপ্তাহে বিদেশগামী কর্মীদের প্রাণঘাতী করোনার টিকাদান প্রক্রিয়া শুরু হবে। এ ক্ষেত্রে যে জ‌টিলতা তৈ‌রি হয়েছে, তা এক মাসের মধ্যে সুরাহা হয়ে যাবে।

বৃহস্প‌তিবার (২৪ জুন) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সৌ‌দি আরবে হো‌টেল কোয়ারেন্টিন খরচ বাবদ বি‌শেষ আর্থিক সহায়তা দেয়ার অনুষ্ঠা‌নে এসব কথা জানান মন্ত্রী।

তার এ বক্তব্যের আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বি‌দেশ গমনেচ্ছুরা ভিড় শুরু করেন। তাদের অনেকের ভিসার মেয়াদ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। কিন্তু এখনও টিকা পাওয়ার বিষয়ে কোনো আশ্বাস না পেয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা।

বাংলাদেশ শীর্ষ খবর