কোয়ারেন্টিন শেষেও এখনই ছাড়া পাবেন না ভারতফেরত যাত্রীরা

কোয়ারেন্টিন শেষেও এখনই ছাড়া পাবেন না ভারতফেরত যাত্রীরা

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ১৪ দিন পর নয় ১৫তম দিনে নেওয়া নমুনা পরীক্ষার ফলাফল আসার পর বাড়ি ফিরতে হবে তাদের।

এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে কোয়ারেন্টিনে থাকা যাত্রীদের মধ্যে। অবশ্য প্রশাসন বলছে, তারা সরকারি নির্দেশনা মানার জন্য সকলকে বোঝানোর চেষ্টা করছেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ঈদের ছুটি ঘোষণার পর স্বাস্থ্য অধিদফতর থেকে নতুন নির্দেশনা আসে। নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টিন শেষে সকলের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে কোয়ারেন্টিনের ১৫তম দিনে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হবে। ফলাফল আসার পর নেগেটিভ হলে ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, পিসিআর টেস্ট রিপোর্ট যাতে দ্রুত পাওয়া যায় সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। এছাড়া, সকলকে এ নির্দেশনা মানতে অনুরোধ জানানো হয়েছে।

জেলা সংবাদ শীর্ষ খবর