তুরস্কে উৎপাদন হবে রুশ টিকা স্পুটনিক-ভি

তুরস্কে উৎপাদন হবে রুশ টিকা স্পুটনিক-ভি

রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক-ভি এবার তুরস্কে বাাণজ্যিকভাবে উৎপাদন শুরু হচ্ছে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টম্যান্ট ফান্ড (আরডিআইএফ) কর্তৃপক্ষ সম্প্রতি এ ঘোষণা দিয়েছে।

তুরস্কের ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান ভিসকোরান ইলাক রুশ এ টিকা উৎপাদন করবে বলে আরডিআইএফের এক বিবৃতিতে বলা হয়েছে।

এ ব্যাপারে আরডিআইএফ এবং ভিসকোরান ইলাকের মধ্যে একটি চুক্তি হয়েছে।

ভিসকোরান ইলাক এ মাসেই টিকা স্পুটনিক-ভি উৎপাদন শুরু করবে বলে বিবৃতিতে জানানো হয়। এ ব্যাপারে ভিসকোরান ইলাকের প্ল্যান্ট প্রস্তুত করা হচ্ছে।

স্পুটনিক-ভি উৎপাদনে তুরস্কের আরেক প্রতিষ্ঠান সিন্নাজেলন ইলাকের সঙ্গেও আলোচনা করছে আরডিআইএফ।

তুরস্কের দুই প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা উৎপাদন করে আঙ্কারার চাহিদা পূরণ করে বাকি টিকা অন্য দেশেও বিক্রি করতে চাচ্ছে রাশিয়া।

গত ২৪ এপ্রিল তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় রাশিয়ার এ টিকার অনুমোদন দেয়।

আন্তর্জাতিক শীর্ষ খবর