আইপিএলের কোভিড প্রটোকল অনুযায়ী সাতদিন হোটেলে আইসোলেশনে ছিলেন সাকিব। এ সময় কয়েক দফা কোভিড টেস্ট করা হয় সাকিবের। সবগুলোতেই নেগেটিভ রিপোর্ট আসে। তারপর ৭ দিনের কোয়ারেন্টিন শেষে (রোববার) প্রথমবারের মতো অনুশীলন করেছেন সাকিব।
কোয়ারেন্টিন শেষে ইডেন গার্ডেনসে মাঠে নামলেন সাকিব আল হাসান। রোববার (০৪ এপ্রিল) দলের অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
শুক্রবার (০২ এপ্রিল) সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের ইন্সটাগ্রাম থেকে এক লাইভে এসে সাকিব কেকেআরের হয়ে তৃতীয় শিরোপা জয়ের প্রত্যাশা করেন। এর আগে দু’বার আইপিএল শিরোপা জিতেছেন সাকিব, দু’বারই কেকেআরের হয়ে।
আগামী ১১ এপ্রিল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।