সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত প্রাচীরে জরুরি অর্থ বরাদ্দ প্রত্যাহার করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার কংগ্রেসে একটি চিঠি দিয়ে বাইডেন বলেন, “এটি সম্পূর্ণ ‘অযৌক্তিক’ এবং ট্যাক্সের আর একটি টাকাও এই প্রাচীরের পেছনে খরচ করা হবে না।”
২০১৯ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেন। যার ফলে কংগ্রেসে এটি উত্থাপনের বিষয়টি পাশ কাটিয়ে সেনাদের নিয়েই প্রাচীরের কাজ শুরু করতে পেরেছিলেন।
দায়িত্ব থেকে সরে যাওয়ার আগে এর পেছনে প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ করেছেন ট্রাম্প।