বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ কোটি ছাড়ালো

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ কোটি ছাড়ালো

মাত্র ১৬ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা আরও এক কোটির ঘর স্পর্শ করল। বুধবার বিশ্বজুড়ে করোনা সংক্রমণ সাত কোটি ছাড়াল।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল পৌনে দশটা পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট সাত কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৫২ জনে।

মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ ৮৮ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৯১ লাখ ৪৭ হাজার।

টানা তৃতীয় দিনের মতো ১২ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-১৯। বিশ্বে মোট প্রাণহানি ১৫ লাখ ৮৮ হাজারের কাছাকাছি। এদিন, ৩ হাজারের মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি তিন লাখ ছুঁইছুঁই। দেশটিতে করোনায় আক্রান্ত এক কোটি ৬০ লাখের ওপর।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৮৮৭ জনের মৃত্যু দেখলো ইতালি; দেশটিতে মোট প্রাণহানি ৬৩ হাজারের মতো। মেক্সিকো-ব্রাজিলেও বৃহস্পতিবার, আটশ’র কাছাকাছি মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এছাড়া, সাড়ে ৪শ’ থেকে ৬শ’ মৃত্যু দেখেছে ভারত, রাশিয়া, ব্রিটেন, জার্মানি ও পোল্যান্ড।

আন্তর্জাতিক শীর্ষ খবর