ফুটবল সাকিব আল হাসানের খুব পছন্দের খেলা। ক্রিকেট না খেললে তিনি যে ফুটবলার হতেন এতে কোন সন্দেহ নেই। ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার মেসি বলতে পাগল। মেসির জন্যই তিনি আর্জেন্টিনার খেলা দেখেন।
মেসির খেলা থাকলে রাত জাগতেও আপত্তি নেই সাকিবের। সুযোগ পেলে বার্সেলোনা এবং রিয়ালের খেলা দেখবেন মাঠে উপস্থিত থেকে। মেসি ভক্ত ক্রিকেটার বলছিলেন, ‘আমি আর্জেন্টিনার ভক্ত। মেসির খেলা ভালো লাগে, তাই আর্জেন্টিনার খেলা দেখি।’
গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেডর অন্যতম প্রডাক্ট ‘টিফিন বিস্কুট’র প্রচারে দূত হিসেবে কাজ করবেন সাকিব। সোমবার দুপুরে রূপসী বাংলা হোটেলে গ্লোব কোম্পানীর সঙ্গে চুক্তি হয়েছে তার। সেখানে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর নিয়ে সাকিব বলেন, ‘আমাদের জন্য একটা ভালো প্রস্তুতি হলো। প্রতিটি দলের জন্য প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। তারপরেও আমি বলবো, যারা খেলেছে সবাই ভালো করেছে। সব মিলিয়ে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। অবশ্য আর একটি ম্যাচ জিততে পারতো, জেতা উচিত ছিলো। আপনি যদি আমাদের পারর্ফরম্যন্সের লেভেলটা দেখেন তাহলে দেখবেন সবাই ভালো করেছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ জেতায়টা বড় ব্যাপার ছিলো। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা দলের জন্য ভালো হবে। বাংলাদেশের টি-টোয়েন্টি গড় মোটেও ভালো না। তার পরেও আমি বলবো এই সিরিজে অনেক ভালো করেছে বাংলাদেশ।’
প্রথম দুই ম্যাচে সাকিবের অভাব ভালোই টের পেয়েছে বাংলাদেশ। তিনি থাকলে ফাইনালে খেলতে পারতো কি না জানতে চাইলে সাকিব বলেন,‘আসলে কারও জন্য কেউ অপেক্ষা করেনা। যখন ইন্ডিয়ান দলে শচীন থাকবেন না তখনও তারা ম্যাচ জিতবে। তাই এরকম চিন্তা করার কিছুই নেই। সবাই দেশের জন্য ভালো করার চেষ্টা করে। আমার এখন ভালো সময় যাচ্ছে। আশা করি এটা আরও দশ বছর থাকবে। আসলে সব খেলোয়ারের ভালো করার ইচ্ছে থাকে। সেটা ব্যাস্তব্যায়ন হলে আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।’
সাকিবকে বিশ্রামে রেখে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ দল। আয়েশ করেই ছুটি কাটিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার, ‘এবারের ছুটিটা একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। আমি চেয়েছিলাম কিছুদিন ক্রিকেট থেকে দুরে থাকতে, তাই হচ্ছে। এখনও ব্যাট ধরিনি। সব মিলে ছুটিতে অনেক ভলো লাগছে এবং ভালো কাটছে।’