হরতালে গাড়ি পোড়ানোর মামলায় জামিনে মুক্তির প্রাক্কালে কারাফটক থেকে গ্রেফতার বিএনপির তিন সহযোগী সংগঠনের চার নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
এ চার নেতা হলেন— স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব ও ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
দীর্ঘ ২৮ দিন কারাভোগের পর বৃহস্পতিবার রাতে তাদের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে মুক্তি দেওয়ার পরপরই আবার গ্রেফতার করে পুলিশ। থিলগাঁও থানায় একটি গাড়ি পোড়ানো মামলায় তাদের আটক দেখানো হয়।
শুক্রবার বিকেলে ৪টায় এই চার নেতাকে ঢাকা মহানগর হাকিম হারুনুর রশিদের আদালতে হাজির করা হয়। এ সময় খিলগাঁও থানা পুলিশ গাড়ি পোড়ানো মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চায়। দুই পক্ষের শুনানি শেষে আদালত আগামী ২০ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেন। আদালত পরে তাদের জেল হাজতে নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় গত ১৬ মে এই চারজনসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা নিম্ন আদালতে গেলে আদালত তাদের জেল হাজতে পাঠান।