প্রত্যারণার দায়ে ১১০ বছর কারাদণ্ড অ্যালান স্টানফোর্ডের

প্রত্যারণার দায়ে ১১০ বছর কারাদণ্ড অ্যালান স্টানফোর্ডের

ফেঁসে গেলেন ক্রিকেট মুঘল ও পুঁজিপতি অ্যালান স্টানফোর্ড। অর্থ প্রত্যারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১০ বছর কারাদণ্ড হয়েছে তার। বিনিয়োগকারীদের প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার ঠকানোর অভিযোগে ৬২ বছর বয়সী এই ব্যক্তিকে শাস্তি দিয়েছেন বিচারক।

বিনিয়োগকারীদের ঠকানোর অভিযোগে স্টানফোর্ড অভিযুক্ত হন গত মার্চে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, যড়ষন্ত্র ও বিচার কার্যে বাধাসহ ১৩ থেকে ১৪টি অভিযোগ রয়েছে। প্রায় একশটির বেশি দেশের প্রায় ৩০ হাজার বিনিয়োগকারী স্টানফোর্ড ইন্টারন্যাশনাল ব্যাংকে অর্থ লগ্নি করেছে। মূলত বোনাস দেওয়ার নাম করে তাদের ঠকিয়েছেন স্টানফোর্ড।

প্রত্যারিতদের অভিযোগ স্থাবর-অস্থাবর ও রিভার্জ অর্থ মিলে ৮ বিলিয়ন মার্কিন ডলার থাকার কথা থাকলেও তার ৯২ ভাগই খুঁজে পাননি তারা। কিন্তু সবকিছু অস্বীকার করে যুক্তরাষ্ট্রের নাগরিক স্টানফোর্ড বলেন, ‘আমি কারো সঙ্গে প্রত্যারণা করেনি।’

চার বছর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি। প্রতিযোগিতায় বিজয়ী দল প্রাইজমানি হিসেবে পায় ২০ মিলিয়ন পাউন্ড। ২০০৬ সালে নাইটহুড উপাধি পান যুক্তরাষ্ট্র ও আন্টিগুয়ার দ্বৈত নাগরিক। এর আগে তার বিরুদ্ধে ২০০৯ সালে প্রতারণার অভিযোগ আনে ইউএস সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরপর থেকেই কারাগারে আছেন স্টানফোর্ড।

খেলাধূলা