ধোনির প্রশংসায় কোহলি

ধোনির প্রশংসায় কোহলি

ভারতীয় অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। এমনকি তাকে সরিয়ে গৌতম গম্ভীরকে টেস্ট দলের নেতা নির্বাচিত করার পরামর্শ দিয়েছেন অনেকে। কিন্তু বিশ্বকাপ জয়ী অধিনায়কের নেতৃত্ব গুণে মুগ্ধ সতীর্থ ও দলের সহঅধিনায়ক বিরাট কোহলি। গত কয়েক বছর ধরে ধোনি যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার ভূয়সী প্রশংসা করেছেন ডানহাতি ক্রিকেটার।

কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেকে শান্ত রাখতে হয় সে সম্পর্কে কোহলিকে টিপস দিয়েছেন ধোনি। বিষয়টি ভালোভাবেই রপ্ত করেছেন। তাই ধোনিকে নিয়ে ওঠা সমালোচনার জবাবে তার বক্তব্য, ‘আমার মনে হয় না, তার (ধোনি) নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলবে। ভারতীয় অধিনায়ক হিসেবে কখনোই বাজে কিছু করেননি। আসলে প্রশংসীয় কাজ করেছেন তিনি।’

ধোনির পাশাপাশি গম্ভীরেরও প্রশংসা করেছেন কোহলি। বলেন, ‘তিনধরনের ফরম্যাটে দারুণ খেলেন গম্ভীর। তিনি জানেন কখন কি করতে হয়? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সকে দারুণ নেতৃত্ব দিয়েছেন।’

ক্রিকেটের বাইরে ফুটবল ভক্ত কোহলি। ইউরো চ্যাম্পিয়নশিপে সমর্থন করছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগালকে। তবে ক্লাব ফুটবলে তার পছন্দ ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। এবিষয়ে বলেন, ‘চেলসির ভক্ত আমি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্লুজদের সমর্থন করেছি।’

খেলাধূলা