বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিদেশী খেলোয়াড় নিবন্ধনের বেঁধে দেওয়া সময় শেষ হবে ১৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যেও বেশির ভাগ ক্লাবই শেষ করতে পারেনি নিবন্ধনের কাজ। এ মৌসুমে সাতজন বিদেশী খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকায় শেষ মুহুর্তেও ক্লাবগুলো ব্যস্ত রয়েছে খেলোয়াড় নির্বাচনে।
লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব গত মৌসুমে থাকা ক্যামেরুনের ইয়োকো সামনিক ও নাইজেরিয়ান ফেমিও অরুনিমির ওপর ভরসা রাখার পাশাপাশি ব্রাদার্সের ব্রাজিলিয়ান খেলোয়াড় এভারটন, ঘানার ইউসুফি ইসা এবং নাইজেরিয়ান কেস্তাকে নিবন্ধন করাচ্ছে। শেখ জামাল কোচ সাইফুল বারী টিটু জানিয়েছেন,“ব্রাজিলিয়ানসহ তিন থেকে চার জন বিদেশী এখনো ট্রায়ালে আছেন । সেখান থেকেই বাকি দু’জনকে নিবন্ধন করানো হবে।”
অন্যদিকে লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড গত মৌসুমের তিন বিদেশী ঘানার আউদু ইব্রাহিম, থুয়াম ফ্রাঙ্ক ও সামাদ ইউসুফকে রেখে দেওয়ার পাশাপাশি মোহামেডান থেকে নাইজেরিয়া গোলরক্ষক হাসান আল হাসানকে দলে ভিড়িয়েছে। এছাড়া ঘানা থেকে জোয়েল ও আউদু আদাম এবং নাইজেরিয়া থেকে লাকি পলকেও দলে আনছে তারা। আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু জানিয়েছেন বুধবার চূড়ান্ত ট্রায়াল শেষে খেলোয়াড়দের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে গত মৌসুমে লিগে তৃতীয় স্থানে থাকা শেখ রাসেল ক্রীড়া চক্র মরক্কোর আব্বাস ইনুসা ও মরো মোহাম্মদকে রেখে দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা থেকে নাইজেরিয়ান খেলোয়াড় আলামু বুকোলাকে দলে টেনেছে। এছাড়া নাইজেরিয়ান সানি জ্যাকসন, এম্বা ভাইটাস, প্রিন্স কবির বেল্লো এবং ক্যামেরুন খেলোয়াড় এমাকো আর্নেস্টকে নিবন্ধন করানো হবে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি নূরুল আলম চৌধুরী।
পেশাদার লিগের চতুর্থ আসরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত হওয়া মুক্তিযোদ্ধা সংসদ এখন পর্যন্ত মাত্র চার বিদেশীকে দলে টেনেছে। তারা হলেন ব্রাজিলের রাফায়েল, লিমা, নাইজেরিয়া ডেমি ইমানুয়েল এবং ডিভাইন চিকেবু। এছাড়া ব্রাজিল থেকে আরও কিছু খেলোয়াড়কে উড়িয়ে আনছে তারা। শেষ মূহুর্তে তাদের ট্রায়াল দেখে নিবন্ধনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের কোচ শফিকুল ইসলাম মানিক।
অন্যদিকে মোহামেডান তাদের সাবেক নাইজেরিয়ান খেলোয়াড় এমেকা ইউজিগোকে প্রধান কোচ করে ঢাকা এনেছে। বিদেশী খেলোয়াড়দের বিষয়টি তিনিই দেখছেন বলে জানিয়েছে ক্লাবসূত্র। এরই মধ্যে স্বদেশী অ্যাটাকিং মিডফিল্ডার ডেভিড, ফরোয়ার্ড কেটেচি, ডিফেন্সিভ মিডফিল্ডার কেনেচ এবং সেন্ট্রাল ডিফেন্ডার টিনাগরিকে উড়িয়ে এনেছেন।
সবাই বিদেশী খেলোয়াড় নিবন্ধনের ব্যাপারে প্রস্তুতি মোটামুটি সম্পন্ন করে আনলেও পিছিয়ে আছে নতুন ক্লাব বিজেএমসি। তারা নিবন্ধনের সময়সীমা আরও সাতদিন পিছিয়ে দেওয়ার অনুরোধও জানিয়েছে ফেডারেশনকে। তবে ফিফা ট্রান্সফার নিয়মানুযায়ী খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা পেছানোর সুযোগ নেই বলে বিজেএমসিকে জানিয়ে দিয়েছে বাফুফে।