বেকারত্ব বিশ্বের সবচেয়ে দ্রুততম ক্রমবর্ধমান ভীতিতে পরিণত হচ্ছে। বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস বিশ্বের ২৩টি দেশের ১১ হাজার মানুষের ওপর এক জরিপ চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
জরিপে বলা হয়, বেকারত্বের কারণে মানুষের মধ্যে দিন দিন ভীতি বাড়ছে।
দ্য ওয়ার্ল্ড স্পিকস প্রতিষ্ঠান ২৩টি দেশের সচেতন মানুষের উপরে এই জরিপ চালায়। জারপে গত মাসে তারা তাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে কোন কোন বিষয় নিয়ে কথা বলেছেন তা লিখতে বলা হয়।
এই জরিপে দুর্নীতি এবং দারিদ্র্য শীর্ষ স্থান দখল করে থাকলেও বেকারত্বের হার রয়েছে ১৮ শতাংশ। যদিও দুর্নীতি হচ্ছে সকলের আলোচ্য বিষয় কিন্তু বেকারত্বের সংখ্যা সব দেশেই বেড়ে চলছে।
এই জরিপে দেখা যায়, গত চার সপ্তাহে বেকারত্ব নিয়ে এক-চতুর্থাংশ মানুষ আলোচনা করেছে।
তবে দেশ ভেদে বেকারত্ব নিয়ে ভাবনার ফলাফল ভিন্ন হয়েছে। সেখানে স্পেনে এই হার সবচেয়ে বেশি। দেখা গেছে দেশটির ৫৪ ভাগ ব্যক্তিই বেকারত্ব নিয়ে গত মাসে বেশি আলোচনা করেছে।
উল্লেখ্য, ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে স্পেনে তরুণদের বেকারত্বের হার ৪০ শতাংশেরও বেশি।
তবে বিশ্বের অন্য দেশগুলো যেমন- ঘানা, মেক্সিকো, নাইজেরিয়া এবং তুরস্কের উপর জরিপে দেখা যায় এখানে বেকারত্বের বিষয়টি তাদের আলোচ্য বিষয়গুলোর মধ্যে তৃতীয় বা তার পরের অবস্থানে রয়েছে।
ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে অর্থেনৈতিক সংকট, চাকরির অনিশ্চয়তা, বড় বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতি প্রভৃতি কারণে বেকারত্বের ভীতির বিষয়টি ক্রমবর্ধমান হারে বাড়ছে।
দুর্নীতি এবং দারিদ্র্য জরিপের শীর্ষে থাকলেও এই জরিপের ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে বেকারত্বের বিষয়টি খুব দ্রুতই তালিকার শীর্ষে চলে আসবে।