পোশাক শিল্প নিয়ে চক্রান্ত চলছে: বিজিএমইএ সভাপতি

পোশাক শিল্প নিয়ে চক্রান্ত চলছে: বিজিএমইএ সভাপতি

বাংলাদেশ গার্মেন্টস মেনুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘বাংলাদেশের পোশাক শিল্প যখন সারা বিশ্বের অর্থনৈতিক দুরাবস্থার সঙ্গে তাল মিলিয়ে অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত, তখন এদেশের পোশাক শিল্পকে নিয়ে বিভিন্ন স্বার্থান্বেষী মহল চক্রান্ত করছে’।

শনিবার নারায়ণগঞ্জের কাঁচপুরে দুর্বৃত্তদের হামলায় শ্রমিক নেতা মন্টু ঘোষ আহত হওয়ার ঘটনার জের ধরে রোববার কাঁচপুরের ওপেক্স কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে রোববার বিজিএমইএ ভবনে আয়োজিত এক জরুরি সভায় এ কথা বলেন বিজিএমইএ সভাপতি।

এ সময় কাঁচপুরে শ্রমিক নেতা আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মহিউদ্দিন বলেন, ‘স্বার্থান্বেষী চক্রান্তের ধারাবাহিকতাতে অতি সম্প্রতি এবং আজ কাঁচপুরে শ্রম অসন্তোষের ঘটনা ঘটেছে।’

পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিচারের আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর দ্বিতীয় সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সংসদ সদস্যা কায়সার হাসনাত, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর, ঢাকার চিফ ইন্সপেক্টর হাবিবুল ইসলাম, কাচঁপুরের ওপেক্স কারখানার উদ্যোক্তা পরিচালক আরিফুর রহমান সিনহা এবং শ্রমিক নেতা জনাব মন্টু ঘোষ প্রমুখ।

সংসদ সদস্য কায়সার হাসনাত বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। একটি মহল চেষ্টা চালাচ্ছে পোশাক শিল্পের পরিস্থিতি অস্থিতিশীল করার। এ ব্যাপারে সরকার সজাগ রয়েছে। শ্রমিক নেতা মন্টু ঘোষের ওপর যারা হামলা চালিয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও আস্বস্ত করেন তিনি।

শ্রমিক নেতা মন্টু ঘোষ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের প্রয়োজনেই শিল্পকে টিকিয়ে রাখতে হবে। মঙ্গলবার থেকে যথারীতি কাঁচপুরের ওপেক্স গার্মেন্টেসে শ্রমিকদেরকে কাজে যোগদানের জন্য আহবান জানান তিনি।

কারখানা খোলার সাথে সাথে কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, শ্রম অসন্তোষ চলাকালীন সময়ে ঢাকা-চট্রগ্রাম ও কাঁচপুর-সিলেট মহাসড়ক খোলা রাখতে গিয়ে কেউ আহত হয়ে থাকলে সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করছি।

আরিফুর রহমান সিনহা মন্টু ঘোষের উপর যে আক্রমন হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেন। এই ঘটনা নিয়ে শ্রমিকরা যাতে ভুল পথে পরিচালিত না হয় সে ব্যাপারে শ্রমিকদেরকে আহবান জানান।

বিজিএমইএ’র মহাসচিব এহসান উল ফাত্তাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অর্থ বাণিজ্য