যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে হাইওয়ের ওপর ভেঙে পড়ল একটি ছোট বিমান। রাস্তার ওপর পড়ে প্লেনটি একটি গাড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় আহত হয়েছেন চার জন।
বৃহস্পতিবা সকালে ১১.৩০ নাগাদ এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রিন্স জর্জ’স কান্ট্রি দমকল বিভাগের মুখপাত্র মার্ক ব্র্যাডি। ইউএস ৫০ হাইওয়ের ধারেই ছোট্ট বিমানবন্দর। টেক অফের পরেই বিমানটি হাইওয়ের ওপরে এসে পড়ে। তারপরেই সামনের একটি গাড়িকে ধাক্কা মারে প্লেনটি।
গাড়ির দুই আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের আঘাত গুরুতর। অল্পবিস্তর আহত হয়েছেন বিমানের দুই যাত্রী। বিমানের পাইলট জুলিয়াস টলসনের একটি ব্যক্তিগত প্লেন। বিমানে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।