তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে চারজন গ্রামবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জন।
গতকাল বৃহস্পতিবার দিয়ারবাকিরের কুল্প জেলায় এ দুর্ঘটনা ঘটে।
প্রদেশের গভর্নর কার্যালয় থেকে এ ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করা হয়েছে।
গ্রামবাসীদের নিয়ে একটি গাড়ি করে সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকেই পুঁতে রাখা ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একটি গাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
পিকেকে এ হামলার দায় স্বীকার করেনি। তবে পিকেকের সংবাদ সংস্থা এএনএফ এ ঘটনায় মৃতের সংখ্যা সাতজন বলে দাবি করেছে।