কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক কারবারি’ নিহত

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক কারবারি’ নিহত

কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সুজন (৩২)। তিনি মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

নিহত সুজন মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ার আবুল কাশেমের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বন্দুকযুদ্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ২টার দিকে আমরা শুনতে পাই- ক্যানেলপাড়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ চলছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি চলে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খোঁজ নিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হয়েছেন বলে জানান ওসি।

নিহত সুজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা সংবাদ বাংলাদেশ