৩ দিনেও খোঁজ মেলেনি চুয়েট শিক্ষার্থী আরাফাতের

৩ দিনেও খোঁজ মেলেনি চুয়েট শিক্ষার্থী আরাফাতের

৩ দিনেও খোঁজ মেলেনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র আরাফাত রহমানের। তিনি শহীদ মোহাম্মদ শাহ (এসএমএস) হলের আবাসিক ছাত্র, পড়েন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষে।

আরাফাতের গ্রামের বাড়ি বরিশালে হলেও তারা সপরিবারে থাকেন ঢাকার কল্যাণপুরে। বাবা মৃত রফিকুল ইসলাম।

৩ দিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির করেও না পেয়ে বৃহস্পতিবার রাতে হলের প্রভোস্ট ড. আব্দুল ওয়াজেদ রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি বলেন, ‘আরাফাত এসএমএস হলের আবাসিক ছাত্র। বিষয়টি তার রুমমেট আমিনুল ইসলাম আমাদের জানালে বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

চুয়েট সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ক্যাম্পাস থেকে আরাফাত রহমান চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের প্রাণ আউটসোর্সিংয়ে (কম্পিউটার আউটসোর্সিং) ক্লাস করার কথা বলে বের হয়েছিলেন। এরপর থেকে মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

এদিকে, প্রাণ আউটসোর্সিংয়ের পরিচালক এসএম সাইদুল হোসেন জানিয়েছেন, এক মাস আগে আরাফাত রহমান কোচিংয়ে কম্পিউটার আউটসোর্সিংয়ের একটি শর্ট কোর্স করেছেন। এরপর এই প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

আরাফাতের নিখোঁজ হওয়া প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন বাংলানিউজকে বলেন, ‘চুয়েটের ছাত্র আরাফাত হোসেন নিখোঁজ হয়েছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হল কর্তৃপক্ষ।’

‘আরাফাতকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে তবে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।’ জানান ওসি নুরুল আমিন।

বাংলাদেশ