এভারেস্ট জয় শেষে নামার পথে তিন পর্বতারোহী মারা গেছেন বলে জানিয়েছে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে সূত্রটি প্রাথমিকভাবে কেবল মৃতদের একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে।
ধারনা করা হচ্ছে, এদের মধ্যে একজন দক্ষিণ কোরিয়ান, একজন জার্মান ও একজন নেপালী বংশোদ্ভূত কানাডিয়ান।
পর্বতারোহন বিভাগের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার আবহাওয়া অনুকূলে থাকলেও শনিবার বিকেলে হঠাৎ ঝড় শুরু হয়।
এখনো দু’জন নিঁখোজ রয়েছে বলে পর্বতারোহ বিভাগ থেকে বলা হয়েছে।
পর্বতারোহন বিভাগ থেকে আরো বলা হয়, কানাডিয়ান নাগরিকের নাম শ্রিয়া শাহ। তবে অন্যদের নাম জানা যায়নি।
দক্ষিণ কোরিয়ান আরোহী প্রায় ৮ হাজার ৮শ’ ৪৮ মিটার উঁচুতে দ্যা বেলকনি নামক স্থানে মারা যান বলে সংবাদ সংস্থা থেকে জানানো হয়।