প্রবাসী কল্যাণ সংস্থা’র নতুন কমিটি, সভাপতি মামুন সাধারণ সম্পাদক দুলাল

প্রবাসী কল্যাণ সংস্থা’র নতুন কমিটি, সভাপতি মামুন সাধারণ সম্পাদক দুলাল

“অসহায়দের পাশে আমরা” এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী একদল প্রবাসী, দির্ঘ্য দুই বছর পথ চলার পড়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে “রামপুরাস্থ প্রবাসী কল্যাণ সংস্থা” (যার গভঃ রেজিঃ নং- ঢ-০৯৪৮৭) এর উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম সেইফ (সৌদি প্রবাসী), জনাব হাবিবুর রহমান (কাতার প্রবাসী) জনাব সিরাজুল ইসলাম শাহীন (সৌদি প্রবাসী) ও জনাব মাহবুব হাসান (কাতার প্রবাসী) গত ৭/৩/২০১৯ ইং তারিখে রাত ১১-৪৫ মিনিটে সকল সদস্যের উপস্থিতিতে এবং সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী ৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন ০১.সভাপতি: এস.এম মামুন অর রশীদ ০২.সহ-সভাপতি: আব্দুল মোতালেব (কুয়েত প্রবাসী) ০৩.সাধারন সম্পাদক : আমির হোসাইন দুলাল ০৪.সাংগঠনিক সম্পাদক : মুহা. জাকির হোসেন (ইরাক প্রবাসী)০৫)অর্থ সম্পাদক: মুহা. রাজ ৬) দফতর সম্পাদক ঃ মুহা. মাসুম (কুয়েত প্রবাসী)৭)প্রচার ও প্রকাশনা সম্পাদক ঃ মোজাফফর হোসেন ৮) ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ঃ মেহেদী হাসান কার্য করি সদস্য ঃ মুহা. আজিম ঘোষণা পরপরই সংগঠনের সাবেক সভাপতি মরহুম আলী মর্তূজা স্বজল ও সাংগঠনিক সম্পাদক আল মামুন হাওলাদার (তালহার) রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সাবেক সাধারণ সম্পাদক সহেল রানা বলেন আমরা সংগঠন তৈরী করেছি গরীব অসহায় মানুষের সহযোগিতার জন্য আমার ব্যস্ততার কারণে সময় দিতে পারছিনা তাই আমি দায়িত্বও নিতে চাইনা তবে আমি ভবিষ্যতে যতটুকু সম্ভব নতুন কমিটিকে সহযোগীতা করব- ইনশা আল্লাহ সকলের প্রতি অনুরোধ করে তিনি বলেন আপনারা অন্তত সংগঠনটিকে সুষ্ঠভাবে পরিচালিত করবেন এবং দেশের অসহায় মানুষদের পাশে থাকবেন এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। “পিকেএসবি” সেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটির সদস্যরা বলেন, সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াইতে আমরা নিরলস পরিশ্রম করে যাব। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে।

অন্যান্য