অগ্নিগর্ভ ম্যাচে বল হাতে আগুন ঝরালেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৪ ওভার বোলিং করে ১ মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে ম্যাশ তুলে নিয়েছেন ৪ উইকেট। তার অসাধারণ বোলিংয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৯.৪ ওভারে ৬ উইকেটে ৩৪ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর বোলারদের তোপের মুখে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক মাশরাফির বলে ফরহাদ রেজার তালুবন্দি হন দেশসেরা ওপেনার তামিম ইকবাল (৪)। ইমরুল কায়েস আজ ২ রান করে সেই মাশরাফির বলেই রবি বোপারারা অসাধারণ এক ক্যাচে পরিণত হন। রংপুর অধিনায়কের তৃতীয় শিকারে পরিণত হন বিধ্বংসী ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস (৮)।
শফিউলের বলে এলবিডাব্লিউ হয়ে যান শোয়েব মালিক (০)। এরপর আবারও মাশরাফির ছোবল। অধিনায়ক স্টিভেন স্মিথ রংপুর অধিনায়কের বলে ‘ডাক’ মারলে ১৮ রানে ৫ উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এনামুল হককে (২) তুলে নেন ফরহাদ রেজা। ২৭ রানে ৬ উইকেট হারিয়ে কাঁপছে কুমিল্লা।
দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সকে ১০৫ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে টুর্নামেন্টের হট ফেবারিট ঢাকা ডায়নামাইটস।