পেশোয়ারে বোমা হামলায় নিহত ২, আহত ২১

পেশোয়ারে বোমা হামলায় নিহত ২, আহত ২১

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীতে বোমা ও মর্টার হামলার দুটি পৃথক ঘটনায় দুইজন মারা গেছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২১ ব্যক্তি।নগরীর পুলিশের উদ্ধৃতি দিয়ে এই খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম জানায় শুক্রবার দিবাগত রাতে পেশোয়ারে অবস্থিত আধা সামরিক বাহিনীর হেডকোয়ার্টার লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়। এসময় মর্টারের গোলা লক্ষভ্রষ্ট হয়ে একটি ট্যাক্সিতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ট্যাক্সির ড্রাইভার নিহত হন বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা তাহির আইয়ুব। এ সময় মর্টারের ‍আরো দুটি গোলা একটি বাড়ি ও একটি দোকানের ওপর পড়লে আরো চার ব্যক্তি আহত হন।

এদিকে শনিবারও পেশোয়ারে পুলিশকে লক্ষ করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বন্দি বহনকারী একটি পিকআপ ভ্যান ছিলো হামলার লক্ষ। ভ্যানটির পাশেই দূরনিয়ন্ত্রিত বোমাটি বিস্ফোরিত হয় বলে জানায় কর্তৃপক্ষ।

বোমাটির বিস্ফোরণে পুলিশের এক কর্মকর্তা নিহত হওয়ার পাশাপাশি আরো ১৭ ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে একজন নারী ও চার পুলিশ রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

হামলার দায় এখন পর্যন্ত কেই স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে সরকারের বিরুদ্ধে লড়াইরত ইসলামপন্থি যোদ্ধারা এই হামলার সঙ্গে জড়িত।

আন্তর্জাতিক