গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে রবিবার ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তুরস্কের আনাদোলু এজেন্সি।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদ্রা বলেন, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হলে ৩ জন নিহত হন।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আদ্রে জানিয়েছেন, তারা দক্ষিণ গাজায় হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে।
তিনি বলেন, গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যেকার সীমান্তে বোমা হামলার জবাবে তারা এ গোলাবর্ষণ করেছেন।
শনিবার ইসরায়েলের যুদ্ধবিমান গাজায় হামাসের দুটি কেন্দ্রে বোমা বর্ষণ করে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।