কট্টরপন্থি উপদেষ্টাকে বরখাস্ত করলেন সৌদি বাদশাহ

কট্টরপন্থি উপদেষ্টাকে বরখাস্ত করলেন সৌদি বাদশাহ

সৌদি আরবের রাজকীয় মন্ত্রিসভায় কট্টর রক্ষণশীল উপদেষ্টাদের মধ্যে একজন হিসেবে পরিচিত শেখ আবদুল মুহসিন আল ওবিকানকে বরখাস্ত করেছেন বাদশাহ আবদুল্লাহ।

সৌদি আইনে লিঙ্গ বৈষম্য কমিয়ে আনার প্রস্তাবের শক্ত বিরোধিতাকারী ছিলেন মুহসিন। লিঙ্গ বৈষম্য কমানোর ব্যাপারে সরকারি পদক্ষেপের সমালোচনায় তিনি বলেন, ‘নারীদের প্রকৃতিগত অবস্থানের পরিবর্তন আনার মাধ্যমে কিছু প্রভাবশালী ব্যক্তি মুসলিম সমাজকে কলুষিত করার চেষ্টা করছে।’

এছাড়া মুহসিনের সাম্প্রতিক মন্তব্যগুলো সৌদি আইনে শিথিলতা আনার ব্যাপারে সরকারি উদ্যোগের প্রতি অনেকটা আক্রমণাত্মক ছিল।

ধারণা করা হচ্ছে, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণেই মুহসিনকে সরিয়ে দেওয়া হলো। তবে কর্মকর্তারা এর কোনো কারণ জানাননি।

উল্লেখ্য, বাদশাহ আবদুল্লাহ সম্প্রতি নারী ভোটাধিকার দেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন। ইতোমধ্যে তিনি দেশে প্রথম সহশিক্ষার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন।

এর ধারাবাহিকতায় গত জানুয়ারিতে সৌদি আরবের ধর্মীয় পুলিশ ‘মুতাওয়া’র প্রধান হিসেবে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নতুন পুলিশ প্রধান তার পূর্বসূরীদের চেয়ে উদারপন্থি বলে জানা যায়।

আন্তর্জাতিক