গোয়েন্দা সংস্থাকে অবাধ স্বাধীনতা দিল মার্কিন আদালত

গোয়েন্দা সংস্থাকে অবাধ স্বাধীনতা দিল মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাকে (এনএসএ) তার তথ্য গোপনের অবাধ স্বাধীনতা দিল দেশটির আদালত। আদালত বলেছে, সংস্থার সার্চ এঞ্জিন গুগলের সঙ্গে সম্পর্কের গোপনীয় তথ্য প্রকাশ করতে বাধ্য নয়। এ প্রতিষ্ঠানের সঙ্গে সংস্থার কোনো গোপন চুক্তি হলেও জনসমকক্ষে তা প্রকাশের দরকার নেই।

ক্রমবর্ধমান সাইবার হামলার বিরুদ্ধে নিরাপত্তা জোরদার করার স্বার্থে জাতীয় নিরাপত্তা সংস্থা এ গোপনীয়তা রক্ষা করতে পারবে বলে শুক্রবার রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত।

ওয়াশিংটনের ওই আপিল আদালত এর আগে এনএসএ’র ব্যাপারে নিম্ন আদালতের রায়কেই বহাল রেখেছে। নিম্ন আদালত বলেছিল- গুগলের সঙ্গে যেকোন ধরনের সম্পর্কের কথা এনএসএকে কাউকে নিশ্চিত করে বলা বা অস্বীকার করার দরকার নেই। কারণ সংস্থাটির পরিচালনা বিধিতেই তথ্য গোপন রাখার অধিকার দেওয়া হয়েছে।

সম্প্রতি ইন্টারেস্ট গ্রুপ তথ্য অধিকার আইন (ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট) করার জন্য এনএসএকে অনুরোধ জানায়। প্রস্তাবিত এ আইনে বলা হয়- নাগরিকদের ওপর গোয়েন্দাগিরির যেকোন তথ্য সাধারণ নাগরিকদের জানার অধিকার আছে। এ প্রস্তাবনা প্রতিক্রিয়ায় আদালত শুক্রবারের এ রায় দিলেন।

ইলেক্ট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টার নামে ওই ইন্টারেস্ট গ্রুপটি তথ্য অধিকার আইন করার জন্য এনএসএকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে সংস্থাটি প্রত্যাখ্যান করে। এমনকি গুগলের সঙ্গে করা কোনো চুক্তির ব্যাপারেও তথ্য দিতে অস্বীকৃতি জানায়। পরে আদালতও এনএসএ’র পক্ষে রায় দিল।

আন্তর্জাতিক