পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে মেঘনা সিমেন্টের মুনাফা বেড়েছে ১৩ লাখ ৭০ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ মার্চ পর্যন্ত মেঘনা সিমেন্ট কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০১২) কর পরবর্তী লাভ হয়েছে ৬ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ দশমিক ৮৩ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ৬ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ দশমিক ৭৭ টাকা (রেস্টেড)।
সুতরাং গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে চলতি বছর প্রথম প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ১৩ লাখ ৭০ হাজার টাকা।