কৌশলগত বিনিয়োগকারী : ডিএসইর প্রস্তাব গ্রহণ করেনি বিএসইসি

কৌশলগত বিনিয়োগকারী : ডিএসইর প্রস্তাব গ্রহণ করেনি বিএসইসি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের দুই প্রতিষ্ঠান সাংহাই স্টক এক্সচেঞ্জ ও সেনজেন কনসোর্টিয়ামকে নেয়ার প্রস্তাব গ্রহণ করেনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার কৌশলগত বিনিয়োগকারীর বিষয়ে কমিশনের ৬৩৫তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। চীনা কনসোর্টিয়ামের প্রস্তাব পুঁজিবাজারের স্বার্থ পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে ডিএসইর পাঠানো প্রস্তাব প্রত্যাখ্যান করলেও কিছু শর্ত পরিপালন ও সংশোধিত প্রস্তাব দাখিল করার সুযোগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

অর্থ বাণিজ্য