রবির ব্যাংক হিসাব জব্দ করতে এনবিআরের চিঠি

রবির ব্যাংক হিসাব জব্দ করতে এনবিআরের চিঠি

রাজস্ব ফাঁকির অভিযোগে দেশের অন্যতম বৃহৎ মোবাইল ফোন অপারেটর রবির ব্যাংক একাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংককে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রায় ১৯ কোটি টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে সোমবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সকল ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে ওই চিঠি পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে এলটিইউ কমিশনার মো. মতিউর রহমান বাসসকে বলেন, ফাঁকি দেওয়া রাজস্ব প্রদানে আমরা অনেকবার চিঠি দেওয়ার পরও রবি সরকারকে অর্থ প্রদান করেনি। এ কারণে প্রথম পদক্ষেপ হিসেবে তাদের ব্যাংক হিসাব জব্দ রাখার জন্য এই চিঠি দেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী তিন দিনের মধ্যে ফাঁকিকৃত রাজস্ব না প্রদান করলে, পরবর্তীতে রবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কর কমিশনার মতিয়ার রহমানের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ২৬ ধারা অনুযায়ী রবির রাজস্ব ফাঁকি উৎঘাটনে এলটিইউয়ের অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়।
এই টিম চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রবির গুলশানের কর্পোরেট অফিস পরিদর্শন করে। টিম ২০১৭ সালের রবির ট্রায়াল ব্যালেন্স, প্রতিষ্ঠানের ভাড়া, সিম বিক্রি, বিটিসিএল এর ইনভয়েস তথ্যাদি সংগ্রহ করে। এসব তথ্যাদি পর্যালোচনা করে দেখা যায়, রবি আজিয়াটা লিমিটেড ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত চার মাসে দশ কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৫ টাকার অপরিশোধিত সম্পূরক শুল্ক, ছয় কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭৬১ টাকার স্থান ও স্থাপনা ভাড়ার উপর অপরিশোধিত মূসক, ৮১ লাখ ছয় হাজার ২০২ টাকা ৬৫ পয়সা সিমের উপর কম প্রদর্শিত সম্পূরক শুল্ক ও মূসক এবং বিটিসিএলকে প্রদত্ত সেবার উপর প্রযোজ্য্য অপরিশোধিত মূসক বাবদ ৮১ লাখ ৭১ হাজার ৯৭৪ টাকাসহ মোট ১৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার ৩২ টাকা ৭০ পয়সার রাজস্ব ফাঁকি দিয়েছে।
চিঠিতে মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ধারা ২৬ এর উপধারা ৪ অনুযায়ী রবি আজিয়াটা লিমিটেডের এ ফাঁকিকৃত রাজস্ব আদায়ে ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব আগামী তিন কার্যদিবসের জন্য জব্দ রাখতে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ করা হয়।

অর্থ বাণিজ্য