সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইস্টার্ন গৌতা অঞ্চলে অবিলম্বে রক্তক্ষয়ী হামলা সম্পূর্ণভাবে বন্ধে রাশিয়ার প্রভাব খাটাতে সোমবার যুক্তরাষ্ট্র মস্কোর প্রতি আহবান জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট টুইটারে এক বার্তায় বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহবান জানানো সত্ত্বেও সিরিয়া সরকার এবং তাদের মিত্র দেশ রাশিয়া ও ইরান দামেস্কের উপকণ্ঠে ঘনবসতিপূর্ণ ইস্টার্ন ঘৌওতা অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।’
এতে আরো বলা হয়, ‘এ অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে বলে সিরিয়া সরকার দাবি করলেও সেখানে হাজার হাজার বেসামরিক লোক তাদের হামলার শিকার হতে হচ্ছে। তাদের ওপর বিমান হামলা, গোলা বর্ষণ ও রকেট হামলা চালানো হচ্ছে। পাশাপাশি স্থলপথে হামলাও জোরদার করা হয়েছে।
ফলে যুক্তরাষ্ট্র এ অভিযান দ্রুত বন্ধের এবং আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে মানবিক কর্মীদের জরুরি ভিত্তিতে সেখানে প্রবেশের সুযোগ করে দেয়ার আহবান জানিয়েছে।