রোনালদোর হ্যাট্টিকে রিয়ালের চার
স্প্যানিশ লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্টিকে আথলেতিকো মদ্রিদকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে তালিকায় চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা থেকে চার পয়েন্ট ব্যবধানে শীর্ষে থাকতে পারলো হোসে মরিনহোর দল। ফল: রিয়াল ৪-১ আথলেতিকো মাদ্রিদ